Tuesday, February 13, 2018

Sentry Security Services Limited Job Circular

Post Name: ইন্সপেকশন অফিসার
Job type: Full Time
Application Deadline: March 11, 2018

Educational Requirements:
নূন্যতম উচ্চমাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ, গ্রাজুয়েট প্রার্থীগন অগ্রাধিকার পাবেন।

Job Description/Responsibilities:
নিজ দায়িত্বপূর্ন এলাকায় অবস্থিত বিভিন্ন পোষ্টে রোষ্টার অনুযায়ী দিনে বা রাতে সশরীরে উপস্থিত হয়ে নিয়োজিত গার্ডদের পরিদর্শন করতে হবে।
নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে পোস্টে নিয়োজিত গার্ডদের সাথে কথা বলে তাদের চাকুরী ও কর্মস্থলের পরিবেশ বিষয়ে সমস্যাদী/ প্রয়োজনীয়তা সমূহ জানবেন, দিক নির্দেশনা প্রদান করবেন এবং যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন।
নিশ্চিত হবেন যে, প্রতিটি পোষ্টে বোধগম্য ভাষায় ঐ পোষ্টের জন্য উপযোগী “পোষ্ট আদেশ” রক্ষিত আছে এবং দায়িত্বরত গার্ডগন “পোষ্ট আদেশে” উল্লেখিত দায়িত্ব সম্পর্কে ভালভাবে জানে/বুঝে এবং পালন করে।
গার্ডের প্রয়োজনীয় ইউনিফর্ম এবং আনুষঙ্গিক অন্যান্য দ্রব্যাদীর ঘাটতি থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পূরণ করার ব্যবস্থা গ্রহন করবেন।
পরিবর্তনশীল নিরাপত্তা সঙ্ক্রান্ত পারিপার্শ্বিক অবস্থা এবং সংশ্লিষ্ট গ্রাহকের প্রয়োজন অনুযায়ী নিয়োজিত গার্ডদের দক্ষতা বিকাশের জন্য অন দি জব প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করবেন।
কোম্পানীর ব্যবস্থাপনা’র নির্দেশক্রমে অন্য কোন অতিরিক্ত দায়িত্ব পালনে প্রস্তুত থাকবেন।

Experience: 
একই ধরনের কাজে নূন্যতম ২ বত্সরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
প্রাইভেট নিরাপত্তা সংস্থায় কাজের পূর্বাভিজ্ঞতা বাঞ্ছনীয়।

Others Qualities:
বয়সঃ ৩০ থেকে ৪৫ বৎসর
শুধুমাত্র পুরুষ প্রাত্থীদের জন্য প্রযোজ্য
স্বল্প সময়সীমা এবং চাপের পরিভেশে কাজ করতে সক্ষম হতে হবে।
শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে।
ইংরেজী ভাষায় কার্যকরভাবে পড়তে, লিখতে এবং বলতে পারা আবশ্যক।
ভদ্র, শুদ্ধ ও সঠিকভাবে বাংলায় টেলিফোনে কথা বলতে পারতে হবে।
দক্ষ ও পূর্বাভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিছুটা শিথীলযোগ্য।
প্রার্থীর নিজস্ব বৈধ মোটর সাইকেল ও চালকের লাইসেন্স থাকা আবশ্যক।

Salary Range:
আলোচনা সাপেক্ষ্য

Apply Online:
Address: House: 9/A, Road:01, Dhanmondi, Dhaka-1205, Dhaka 1205
Phone: 01911-474747

No comments:

Post a Comment